বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্ছুর সভাপতিত্বে এবং গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব রিপন শেখের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাফিজার রহমান বিশ্বাস, ইউনিয়ন বিএনপি নেতা নওয়াবুল মাস্টার, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বিকু বিশ্বাস, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ ইস্রাফিল বিশ্বাস, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মোল্লা, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুর বিশ্বাস, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
