বিশেষ প্রতিনিধি :
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার পরপরই বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি ভবনেও হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় ছয়জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যা আইএসপিআরের প্রকাশিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
হামলার ঘটনায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি সেনাসদস্যদের আত্মত্যাগ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
নিহত ও আহতদের পরিচয় এবং হামলার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।
