মঈনুল ইসলাম, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার ও উন্নয়ন ভাবনা নিয়ে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ৮নং নাকোল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নাকোল ইউনিয়ন কৃষকদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খাঁন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা। প্রধান বক্তা হিসেবে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” বিষয়ক বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. সোহেল রানা।
শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মহব্বত) হোসেন, মাগুরা জেলা কৃষকদলের সদস্য মো. বাহারুল ইসলাম, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব ঈশান মোল্লা, শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহাবুব শেখ, সদস্য সচিব টুকু শেখ, ১নং গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ইস্রাফিল বিশ্বাস, সদস্য সচিব মো. রিপন শেখ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেস আলী বিশ্বাস, সদস্য সচিব নিউটন সরকার, শ্রীকোল ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের নেতা রমজান ও শরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের কৃষকদলের নেতৃবৃন্দ।
কর্মশালায় নাকোল ইউনিয়ন কৃষকদলের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্ত ৬৩ জন সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, কৃষকবান্ধব রাষ্ট্র গঠন এবং বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রপরিকল্পনা বাস্তবায়নে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এবং কর্মশালা শেষে নাকোল ইউনিয়ন কৃষক দলের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়।

