মাগুরা প্রতিনিধি :
মাগুরা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাগুরার শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলা শাখা।
আজ শুক্রবার (১৮ই জুলাই) সকাল ১১টায় মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ভায়না মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খাঁনের নির্দেশনায় সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক এহসানুল হক পলাশ, সাবেক সদস্য সচিব রিফাতুল ইসলাম রাহান, জেলা কৃষক দল নেতা সোহেল রানা, টুকু, চঞ্চল হোসেন সহ- দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মাগুরা জেলা কৃষকদল।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার ৬টি ইউনিটের কৃষকদলের নেতৃবৃন্দ।