নিজস্ব প্রতিবেদক :
![]() |
ছাত্রদলের মিলাদ ও দোয়া |
মাগুরা: গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল।
সোমবার (২১জুলাই) আসর বাদ শ্রীপুর মহিলা কলেজ সংলগ্ন বিএনপি'র অস্থায়ী দলীয় কার্যালয়ে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেমায়েত আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক চঞ্চল হোসেন, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিংকু, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ বিশ্বাস প্রমুখ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।