শ্রীপুরে চেতনানাশক ব্যবহার করে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ করা হয়েছে।

Khoborbartanews
By -
0

 


বিশেষ প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় চেতনানাশক ব্যবহার করে এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। ১৮ জুলাই শুক্রবার দিবাগত রাতে শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ তোফাজ্জেল মিয়ার বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে বলে দাবি করে পরিবারটি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা।


জানা যায়, ঘটনার সময় ঐ পরিবারের চার সদস্য প্রবাসীর স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৪৫), ছেলে সাকিব মিয়া (২৮), অন্তঃসত্ত্বা পুত্রবধু মোছাঃ নাসরিন খাতুন (১৯) এবং ছোট ছেলে শিহাব মিয়া বাড়িতে ছিলেন।


প্রবাসী তোফাজ্জেল মিয়ার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন ঘটনার বিবরণ তুলে ধরে গণমাধ্যমকে জানান, ঘটনার দিন শুক্রবার বিকাল থেকেই শরীর ক্লান্ত হয়ে অস্বাভাবিক হয়ে পড়ে। গ্যাসের সমস্যা ভেবে তেমন গুরুত্ব না দিলে সময় বাড়ার সাথে সাথে শরীর বেশি ক্লান্ত হতে থাকে। সন্ধ্যার পরই বাসার ৪ সদস্যের তিনজনেরই শরীর খারাপ হয়ে পড়ে। এভাবেই হঠাৎ ঘুমিয়ে পড়েন। এরপর রাত আনুমানিক ১ টার সময় বাড়িতে মানুষের উপস্থিতি বুঝতে পারলেও ঘুমের মাত্রা অতিরিক্ত থাকায় বুঝে উঠতে পারেনি বাড়ির মধ্যে কি হচ্ছে। এর কিছু সময় পর অপরিচিত এক ব্যক্তি উড়না দিয়ে মুখ ডেকে এসে ভয় দেখিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ঘরের মধ্যে তাকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়।


এরপর বাকি সব রুমে তন্ন তন্ন করে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ৫ ভরি স্বর্ণের অলঙ্কার, নগদ ৩০ হাজার টাকা এবং বাজাজ কোম্পানির পালসার ১৫০ সিসির একটি মোটরসাইকেল, যার বাজার মূল্য ২ লক্ষ ৪ হাজার টাকা, নিয়ে যায় তারা।


এ ঘটনায় তোফাজ্জেল মিয়ার বড় ছেলে সাকিব মিয়া জানান, একটি বাড়ির চারপাশ ঘেরা সচারাচর বাড়িতে কোনকিছুই ডুকে না। এমন বাড়িতে যেভাবে এই ঘটনা ঘটলো মনে হচ্ছে পরিচিত লোকেরা জড়িত থাকতে পারে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আশা করি দ্রুতই এই চক্রকে পুলিশ ধরবে।


শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইদ্রীস আলী জানান, ঘটনাটি সম্পর্কে থানা অবগত রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনাটি ডাকাতি নয়, চুরি হতে পারে।

Post a Comment

0Comments

Post a Comment (0)