শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Khoborbartanews
By -
0


বিশেষ প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর (সোমবার) বিকেলে শ্রীপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজা সিদ্দিকী ডিকন। এ ছাড়া উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষকদলের সদস্য ও শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোমানুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মাহবুব শেখ, সদস্য সচিব টুকু শেখ, গয়েশপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য রিপন শেখ, আমলসার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোকাদ্দেছ আলী বিশ্বাস, সদস্য সচিব নিউটন সরকার, নাকোল ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম বিশ্বাস, সব্দালপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মারুফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ।


দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তার সুস্থতা কামনা আজ জাতির কামনা ।

Post a Comment

0Comments

Post a Comment (0)