সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরলেন ভ্যাটিকানের প্রতিনিধি দল

Khoborbartanews
By -
0


 

ঢাকা, ১০ সেপ্টেম্বর: ভ্যাটিকানের কার্ডিনাল ও আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক প্রতিনিধি জর্জ যাকোব কাভোকাদ বলেছেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে শান্তি, সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, এ জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসঙ্গে বসে গঠনমূলক সংলাপের মাধ্যমে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা যেতে পারে।


বুধবার রাজধানীর কাকরাইলে রমনা আর্চবিশপ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ভ্যাটিকান প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


কার্ডিনাল কাভোকাদ বলেন, “ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা গ্রহণ করে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “সংলাপের মাধ্যমে দেশের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও বোঝাপড়া বাড়াতে হবে।”


সংবাদ সম্মেলনে আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেনডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফাদার আগস্টিন বুলবুল রিবেরু ও জ্যোতি এফ. গোমেজ।


উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সফর করছে এবং দেশের শান্তি ও ঐক্যের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)