ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে নারীসহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন শ্যামকুড় বিওপির সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এক নারীকে আটক করেন। একই সময়ে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা হুদাপাড়া গ্রামে পৃথক অভিযানে আরও ছয়জনকে আটক করেন।
আটকরা সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আটক দুই পুরুষ হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে শান্ত সরকার (২১) এবং মাদারীপুর জেলার পুকুরিয়া গ্রামের সুবল হালদার (৬৮)।
আটক পাঁচ নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর দুই পুরুষকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শান্ত ও সুবলকে আদালতে পাঠানো হবে।