সাতক্ষীরা:
সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (BGB) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF)। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আয়োজিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরিত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের পর পাঁচ বাংলাদেশিকে সদর থানায় নেওয়া হয়। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তরিতদের মধ্যে মাসুম বিল্লাহ জানান, তারা কাজের সন্ধানে পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। তবে সাম্প্রতিক কিছু অস্থির পরিস্থিতির কারণে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং ২৪ আগস্ট রাতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মানবিক বিবেচনায় এই হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।