গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২

Khoborbartanews
By -
0


গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।




নিহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হামিদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার রকি মিয়া (২৮)।


প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানটি মহাসড়কের নির্ধারিত লেন ছেড়ে মাঝপথ দিয়ে চলছিল। এমন সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান রিকশাভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন চালকসহ অপর এক যাত্রী।




খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, "দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"


পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।



Post a Comment

0Comments

Post a Comment (0)