নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ দুজনের মৃত্যু

Khoborbartanews
By -
0

 


নীলফামারী :
নীলফামারীতে বুধবার (২৭ আগস্ট) পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন নারী স্কুল শিক্ষিকাসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে জেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা এলাকায় ও জেলা শহরের উকিলের মোড়ে রেললাইনের ওপর।


নিহতরা হলেন, ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মারুফা বেগম (৪২) এবং নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের শুটিপাড়া বারোঘরিয়া এলাকার আইউব আলী (৬৫)


সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

বিকেলবেলা স্বামী ওমর ফারুকের সঙ্গে মোটরসাইকেলে করে ডোমারে ফিরছিলেন মারুফা বেগম। পথে হরতকিতলা এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মারুফা ও তার স্বামী রাস্তায় ছিটকে পড়েন। ঠিক তখনই একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন মারুফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।




এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ডোমার থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের আটকে অভিযান চলছে।


রেল দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

অন্যদিকে, বুধবার সকাল ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের উকিলের মোড় এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান আইউব আলী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন আসার সময় তিনি রেললাইন অতিক্রম করছিলেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সৈয়দপুর জিআরপি থানার ওসি মাহমুদ উন নবী বলেন, আইনি প্রক্রিয়া শেষে আইউব আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই দুটি দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে এবং দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


Post a Comment

0Comments

Post a Comment (0)