মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। নিহত শওকত আলী একই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।
রোববার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মটরের সুইচ চালু করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। গাংনী থানা পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই শওকত আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তার হাত ও বুকের বিভিন্ন স্থানে গুরুতর দগ্ধের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে ততক্ষণে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে ভাটপাড়া গ্রামে।