নড়াইলে ডাকাতির পরিকল্পনার সময় পুলিশ, চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

Khoborbartanews
By -
0

 


খবর বার্তা প্রতিবেদক :


নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ কনস্টেবল, চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের নয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেলসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে।


শনিবার (২ আগস্ট) ভোর রাতে উপজেলার আল মুন্সির মোড় এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ আগস্ট) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃতরা হলেন: সাতক্ষীরা সদর উপজেলার কটিয়া ফাঁড়ির পুলিশ সদস্য ইজাজ আহম্মেদ (৩৩), লোহাগড়ার চাকরিচ্যুত নৌ বাহিনী সদস্য কাজী অমিত (২৮), ঝিকরগাছার চাকরিচ্যুত সেনা বাহিনী সদস্য হাফিজুর রহমান (৩৩), লোহাগড়ার তনু মোল্যা (৩৩), ঝিকরগাছার শামীম রেজা (২৩) ও শাওন রহমান (২৮), কাশিয়ানির আল আমিন (৩২), কালা মিয়া শেখের ছেলে মোখলেস শেখ (৪০), ঝিনাইদহ কালীগঞ্জের মাসুদ রানা (৩০)।


পুলিশ জানায়, শনিবার ভোর ৩টার দিকে টহলরত অবস্থায় আল মুন্সির মোড় এলাকায় সন্দেহজনক একটি দল দেখতে পায়। জিজ্ঞাসাবাদে তাদের আচরণে সন্দেহ হয় পুলিশের। পরে ব্যাগ তল্লাশি করে মোটরসাইকেলের খোলা নাম্বার প্লেট, একটি পুলিশের কোটি, রড, হাতুড়ি, দা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মোট সাতটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।


ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা যশোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও নড়াইল এলাকার ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে মোখলেস শেখ ও আল আমিনের বিরুদ্ধে চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তদন্তে জানা গেছে, তারা বড় ধরনের অপঘটন ঘটাতে চেয়েছিল।


গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ মামলার সন্ধান পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হলে বিচারিক আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)