ঢাকা, ১০ আগস্ট:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "রাষ্ট্র সংস্কারের আগে আমাদের সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কার জরুরি। মানসিকভাবে পরিবর্তিত না হলে একটি মানবিক রাষ্ট্র গঠন অসম্ভব।"
রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "যারা রাষ্ট্র সংস্কার করে নতুন দেশ গঠনের কথা বলেন, তাদের নিজেদের মানসিকতার পরিবর্তন না হলে সেই রাষ্ট্র কখনো মানবিক হতে পারে না।"
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবের শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন। সালাহউদ্দিন বলেন, "গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই নয়, গত ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যেসব তরুণ প্রাণ হারিয়েছেন, তারাও জাতির বীর সন্তান হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।"
অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, পরিবারের সদস্যরা এবং গণতন্ত্রপন্থী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।