মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর এলাকায় পুকুরে ডুবে জারিপ হাওলাদার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত জারিপ ওই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জারিপ বাড়ির উঠানে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরপাড়ে গিয়ে পড়ে যায়। হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে গেলে পানিতে তলিয়ে যায় শিশুটি।
সঙ্গে থাকা অন্য শিশুরা ঘটনাটি দেখে দ্রুত আশেপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জারিপকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু জারিপের অকাল মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশীরা গভীরভাবে মর্মাহত।