খবর বার্তা প্রতিবেদক :
দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বোর্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বোর্ড সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী গামিনিকে তিন মাসের নোটিশ দেওয়া হবে। সেই নোটিশের মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির ইতি ঘটবে। যদিও সাম্প্রতিক সময়েও তার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছিল, তবে বোর্ডের অভ্যন্তরে পিচ ও অবকাঠামো বিষয়ক পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল।
এদিকে গামিনির জায়গায় নতুন কিউরেটর হিসেবে অস্ট্রেলিয়ান টনি হেমিংকে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। হেমিং একেবারেই নতুন মুখ নন। ২০২৩ সালের জুলাইয়ে তিনি প্রথমবারের মতো বিসিবিতে যোগ দিয়েছিলেন। তবে মাত্র এক বছর না যেতেই, ২০২৪ সালের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব নিতে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি।
বর্তমানে হেমিং পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তাকে ফেরানোর প্রক্রিয়ায় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। বিসিবি চাইছে, দুই বোর্ডের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিষয়টি নিষ্পন্ন করে তাকে ঢাকায় নিয়ে আসা হোক।
বোর্ডের এক কর্মকর্তা বলেন, "আমাদের লক্ষ্য পিচের মান উন্নয়ন। হেমিংয়ের কাজের প্রতি আমরা আস্থাশীল। তাই তাকে আবার পাওয়ার চেষ্টা করছি।"
উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে বিগত কয়েক বছর ধরে খেলোয়াড়, কোচ, এমনকি বিদেশি বিশ্লেষকদের কাছ থেকেও বিরূপ মন্তব্য এসেছে। টেস্ট কিংবা ওয়ানডে—সব ফরম্যাটেই পিচের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
এই প্রেক্ষাপটে বিসিবি চায় অভিজ্ঞ ও আধুনিক চিন্তাধারার একজন কিউরেটরের নেতৃত্বে দেশের পিচ ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে।