সীমান্তে অনিচ্ছাকৃত অনুপ্রবেশ: বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি তরুণকে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

Khoborbartanews
By -
0


 

 বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ভারতের সীমানায় প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি তরুণকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রাজিব হোসেন (১৪) ও রিয়াদুল ইসলাম (১৮) মেইন পিলার ৪২১-এর ৭ নম্বর সাব পিলার অতিক্রম করে ভারতের আমতলী এলাকায় প্রায় ২০ গজ ভেতরে প্রবেশ করেন। কাঁটাতারের সীমানা না থাকায় তারা বুঝতে পারেননি যে তারা সীমান্ত অতিক্রম করছেন।

আটকের পর বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের টহল দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে বিএসএফ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে, বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানায়।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত শেখপাড়া সীমান্তে মেইন পিলার ৪২১-এর ১১ নম্বর সাব পিলার সংলগ্ন স্থানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা দুই তরুণের একজন, রাজিব হোসেন, পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে। অপরজন রিয়াদুল ইসলাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে। তিনি পঞ্চগড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ঘটনার বিষয়ে গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, “আমার ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে নাটোর থেকে আত্মীয় এসেছিলেন। তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ভুলবশত ভারতে ঢুকে পড়ে। বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তারা নিরাপদে ফিরে এসেছে।”

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “সীমান্ত অতিক্রম একটি গুরুতর বিষয়। আমরা স্থানীয় বাসিন্দাদের সবসময় সচেতন থাকার অনুরোধ জানাই। তবে এই ঘটনায় আটক দুই তরুণের বয়স কম এবং তারা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পেরিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে পঞ্চগড় সদর থানার মাধ্যমে রাতেই তাদের পরিবারে হস্তান্তর করা হয়।



Post a Comment

0Comments

Post a Comment (0)