বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের সম্মাননা প্রদান: পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি

Khoborbartanews
By -
0


 ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (সোমবার):

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি নিজের হাতে নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ সদস্যের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।


এই সম্মাননা প্রদান মূলত অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনকারীদের উৎসাহিত ও স্বীকৃতি প্রদানের এক অনন্য উদ্যোগ। ২০২৪ সালের জন্য মনোনীত শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা এই পুরস্কারের মাধ্যমে তাদের কর্মদক্ষতার স্বীকৃতি লাভ করেন।



ট্রফি বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে শ্রেষ্ঠ নির্বাচিতদের অভিনন্দন জানান এবং বলেন,

"এই সম্মাননা তাদের পেশাগত নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি, যা অন্য সদস্যদের মাঝেও উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।"

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে নিষ্ঠাবান থেকে দেশ ও বাহিনীর কল্যাণে কাজ করার জন্য সকল সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ঘাঁটি থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), যারা সংবাদমাধ্যমকে এই তথ্য সরবরাহ করেছে।


Post a Comment

0Comments

Post a Comment (0)