শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: নিবন্ধন পরীক্ষা আর থাকছে না, পিএসসির আদলে সরাসরি নিয়োগ

Khoborbartanews
By -
0


নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। আগের মতো আর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না প্রার্থীদের। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নতুন নিয়োগ বিধি চূড়ান্ত করেছে, যা বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে। এই বিধি কার্যকর হলে পিএসসির (সরকারি কর্ম কমিশন) বিশেষ বিসিএসের আদলে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু হবে।


বর্তমানে শিক্ষক হতে হলে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরে আবার গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিয়োগের সুপারিশের জন্য অপেক্ষা করতে হয়। এতে একাধিক ধাপে আবেদন করতে হয় এবং অনেক সময় বয়স পার হয়ে যাওয়ায় যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ হারান।


নতুন নিয়মে এসব জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত বিধিতে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসিএ। প্রার্থীদের বয়সও গোনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে, ফলে বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে।


এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান,

"আগের মতো তিন ধাপের— প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা— আর থাকছে না। অনেকটা বিশেষ বিসিএসের মডেলে হবে। যেমন: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে, যার মধ্যে থাকবে এমসিকিউ ও রচনামূলক অংশ। এরপর ভাইভা। এই পদ্ধতিতে প্রার্থীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হবে।"

 

নতুন নিয়মে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় (ভাইভায়) ডাকা হবে। যেমন, যদি শূন্যপদ ৫০ হাজার হয়, তাহলে ভাইভায় অংশ নেবেন এক লাখ প্রার্থী। আর নিয়োগে উত্তীর্ণ করা হবে শূন্যপদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে। এতে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া যাবে।


এনটিআরসিএর চেয়ারম্যান আরও বলেন,

"নতুন বিধি কার্যকর হলে প্রার্থীদের নিবন্ধন পাস করে বসে থাকতে হবে না। যত শূন্যপদ থাকবে, তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এতে যোগ্যতার ভিত্তিতে দ্রুত নিয়োগ সম্ভব হবে।"

প্রসঙ্গত, এই নতুন বিধি ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে বাস্তবায়িত হতে যাচ্ছে। এটি শিক্ষক নিয়োগে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



সংক্ষেপে পরিবর্তনের মূল দিকগুলো:

  • শিক্ষক হতে আর নিবন্ধন পরীক্ষা পাস করতে হবে না।
  • সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দেবে এনটিআরসিএ।
  • পিএসসির বিশেষ বিসিএসের মডেলে হবে নিয়োগ পরীক্ষা।
  • শূন্যপদের দ্বিগুণ প্রার্থী ভাইভায় ডাক পাবেন।
  • চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হবে শূন্যপদের চেয়ে ২০% বেশি।
  • বয়স গণনা হবে বিজ্ঞপ্তির তারিখ থেকে।

এই নিয়ম কার্যকর হলে বেসরকারি শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের ভোগান্তি ও অনিশ্চয়তার অবসান হবে বলে আশা করছেন প্রার্থীরা।


Post a Comment

0Comments

Post a Comment (0)