নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্রদল তাদের প্যানেল চূড়ান্ত করতে যাচ্ছে। এ লক্ষ্যে ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে স্কাইপে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে প্যানেল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন ছাত্রদলের একাধিক নেতা।
এর আগে ছাত্রদল নেতারা নিজেরা একটি খসড়া তালিকা তৈরি করেন, যা বৈঠকে উপস্থাপন করা হয়।
সূত্র জানায়, ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জুলাই মাসে সংগঠনের অভ্যুত্থানমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামি-এর নাম।
তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান এবং বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
এ বিষয়ে একজন কেন্দ্রীয় নেতা জানান, "আমরা সর্বোচ্চ গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই চূড়ান্ত প্যানেল ঘোষণা করব। ছাত্রদলের ভাবমূর্তি রক্ষাই আমাদের অগ্রাধিকার।"
জানা গেছে, বুধবার (২০ আগস্ট) ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারে। এরই মধ্যে কেন্দ্রীয় ও হল পর্যায়ের একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেউ কেউ একাধিক পদেও আবেদন করেছেন, যা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে।