রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন প্রশাসনিক নিয়োগ দিয়েছে সরকার

Khoborbartanews
By -
0


ঢাকা, ২০ আগস্ট ২০২৫ — রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক কাঠামোতে নতুন নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে।


রংপুর সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহা. আশরাফুল ইসলাম, যিনি বর্তমানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব পদে কর্মরত রয়েছেন। তাকে আগামী ২৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে একই দিনে তাকে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।


অন্যদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাহ আলম, যিনি বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট মহল। রংপুর ও কুমিল্লা—দুই গুরুত্বপূর্ণ নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।


নতুন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে উভয় নগরীর নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Post a Comment

0Comments

Post a Comment (0)