অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ — ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা

Khoborbartanews
By -
0

 


ঝিনাইদহ :

ঝিনাইদহে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এবারের প্রতিপাদ্য ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।


উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলার প্রশাসনিক কর্মকর্তা, মৎস্যচাষি, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার।


বক্তারা বলেন, দেশের দেশি মাছের প্রজনন ও সংরক্ষণে অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জানান, সঠিক পরিকল্পনা ও সচেতনতা গড়ে তুললে বাজারে দেশি মাছের সরবরাহ যেমন বাড়বে, তেমনি জলজ জীববৈচিত্র্যও রক্ষা পাবে। তাই সকলকে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা।


অনুষ্ঠানে জেলার চারজন শ্রেষ্ঠ মৎস্যচাষি ও খামারিকে সম্মাননা প্রদান করা হয় তাদের বিশেষ অবদান এবং সফলতার স্বীকৃতিস্বরূপ। এই সম্মাননা নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বলে মত দেন আয়োজকরা।


সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলার মানুষকে সচেতন করার পাশাপাশি মৎস্য খাতে প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের দিক তুলে ধরা হবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।


Post a Comment

0Comments

Post a Comment (0)