মাগুরায় টানা বৃষ্টিতে ১১শ হেক্টর জমির ধান পানির নিচে, চাষিদের মাঝে চরম উৎকণ্ঠা।

Khoborbartanews
By -
0

 নিজস্ব প্রতিবেদক :




মাগুরা: মাগুরায় টানা বৃষ্টিপাতে জেলার শালিখা ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলার হাজারো কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দুই উপজেলায় মোট ১১শ হেক্টর জমির রোপণকৃত আমন ধান পানির নিচে রয়েছে।

চাষিরা জানান, ধান রোপণের এক সপ্তাহের মধ্যেই টানা বৃষ্টিপাত শুরু হয়, যা জুলাই মাসের শেষের দিকে শুরু হয়ে একটানা প্রায় এক সপ্তাহ স্থায়ী হয়। ফলে নতুন রোপণ করা ধানের গোড়া পচে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিয়েছে।

শালিখা উপজেলার চাষি শেখ সিরাজুল ইসলাম বলেন, "হঠাৎ এমন দুর্যোগে পড়ে আমরা দিশেহারা। ফসলি জমি ও সবজির মাঠ পানির নিচে তলিয়ে গেছে। দায়-দেনা মেটানো কঠিন হয়ে পড়েছে। এখনই সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।"

স্থানীয় কৃষকদের অভিযোগ, আশেপাশের নিম্নাঞ্চল থেকে আসা পানি মাগুরার মাঠে জমা হয়ে দুর্ভোগ বাড়িয়েছে। চিত্রা, ফটকি ও কুমার নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার খাল-বিলও উপচে পড়ছে। এতে পানি নেমে যেতে সময় লাগছে, যা ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলছে।

জেলার অনেক কৃষক পুঁজির অভাবে নতুন করে বীজতলা তৈরি করতেও হিমশিম খাচ্ছেন। দ্রুত পানি না সরলে জেলার আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম জানান, "শালিখা উপজেলায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। আমরা কৃষকদের বিনা মূল্যে ধানের বীজ দেওয়ার চেষ্টা করছি। ব্রি ধান-৩৩ ও ব্রি ধান-৭ জাতের বীজ সংগ্রহে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগ নিজেও বীজতলা তৈরি করে তা বিতরণের উদ্যোগ নিয়েছে।"

তিনি আরও জানান, পানি দ্রুত নামলে ক্ষতির মাত্রা কিছুটা হলেও কমে আসবে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা ফসল রক্ষা ও পুনরায় আবাদে সক্ষম হয়।

এদিকে প্রান্তিক কৃষকদের দাবি, দ্রুত পুনর্বাসন প্যাকেজ ঘোষণা ও নগদ সহায়তা ছাড়া তারা সামনে চাষাবাদে অংশ নিতে পারবেন না। এখনই কার্যকর উদ্যোগ না নিলে জেলার কৃষি অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।



Post a Comment

0Comments

Post a Comment (0)