শ্রীপুরে সমাজসেবার অনুদান পেয়ে ভিক্ষাবৃত্তি ছাড়লেন দুই ভিক্ষুক।

Khoborbartanews
By -
0

 


নিজস্ব প্রতিবেদক : ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুরে দুইজন ভিক্ষুক পরিবারকে অনুদান দিয়ে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। এতে শর্তসাপেক্ষে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে সাবলম্বী হওয়ার পথে অগ্রসর হয়েছেন।

বুধবার (০৬ আগস্ট) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নাকোল ইউনিয়নের জৎশ্রীপুর গ্রামের প্রদীপ মণ্ডল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নুরুল বিশ্বাসের হাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জনপ্রতি পাঁচটি করে মোট ১০টি উন্নত জাতের ছাগল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউনিয়নের ইউপি সদস্য মোঃ চঞ্চল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, “উপজেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে দুইজন উপকারভোগীকে পাঁচটি করে উন্নত জাতের ছাগল অনুদান দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, তারা সঠিকভাবে ছাগলগুলো পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”

উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি বলেন, “ভিক্ষুক পুনর্বাসন তহবিল থেকে নগদ অর্থ দেওয়ার সুযোগ থাকলেও বাস্তবতা বিবেচনায় ছাগল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, নগদ অর্থ তারা তাৎক্ষণিকভাবে ব্যয় করে ফেলতে পারেন, যা টেকসই বিকল্প নয়। কিন্তু ছাগলগুলো হবে তাদের মূলধন। এই ছাগল পালনের মাধ্যমে তারা ভবিষ্যতে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। এই সিদ্ধান্ত উপকারভোগীদের সাথে পরামর্শ করেই নেওয়া হয়েছে।”

উপকারভোগী দুই পরিবার ছাগল পেয়ে খুশি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “এই অনুদান আমাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আমরা আর কখনো ভিক্ষায় ফিরবো না। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের প্রতি আমরা কৃতজ্ঞ।”

এই উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে পুনর্বাসন করে মূলধারায় ফিরিয়ে আনতে প্রশাসনের মানবিক ভূমিকা প্রশংসিত হচ্ছে।


Post a Comment

0Comments

Post a Comment (0)