সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক: ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

Khoborbartanews
By -
0


বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৬ বাংলাদেশিকে আটক করে। তারা সবাই পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।


পরদিন সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে একটি পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।


হস্তান্তরকৃতদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।


হস্তান্তরের পর বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “হস্তান্তরকৃতদের মধ্যে দুইজনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে এবং ধাপে ধাপে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


সীমান্তে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



Post a Comment

0Comments

Post a Comment (0)