খবর বার্তা প্রতিবেদক :
খুলনায় আল আমিন (২৮) নামে এক মাছের ঘের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়ার খানাবাড়ি সড়কে তাকে গলাকেটে ফেলে রেখে যায় হত্যাকারীরা।
নিহত আল আমিন দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা সাহেদ আলীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাতের অন্ধকারে মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার পল্লবের বাড়ির পাশে রাস্তায় আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় গভীর কোপের চিহ্ন ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, কে বা কারা এর সঙ্গে জড়িত, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে।