গাজীপুর প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় দুধ দিয়ে ধোয়ার ঘটনায় উপজেলা ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন ও মো. মিঠুন হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে বিএনপি ও ছাত্রদলের স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক মণ দুধ দিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয় ধুয়ে ফেলা হয়। পরবর্তীতে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, তুহিন হোসেন ও মিঠুন হোসেন দাবি করছেন, আওয়ামী লীগের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি দলীয় কার্যালয়ে প্রবেশ করায় সেখানে "পাপ" হয়েছে, আর সেই পাপ মোচনে দুধ দিয়ে কার্যালয় ধোয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল বলেন,
“কাউকে অপমান করে কিংবা প্রতীকীভাবে ‘পাপ মোচনের’ উদ্দেশ্যে দলীয় কার্যালয় ধোয়া নিন্দনীয় কাজ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তুহিন হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাফর ইকবাল জনি বলেন,
“দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত। আশা করি অভিযুক্ত নেতারা গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যাখ্যা দেবেন।”
অন্যদিকে একই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য মো. লিটন দেওয়ানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।