শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি অনুষ্ঠিত।

Khoborbartanews
By -
0

 

মাগুরা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত বিজয় মিছিলটি শ্রীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন,

“বিএনপিকে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। মাগুরা জেলা বিএনপিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।”

জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন বলেন,

“ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে আমরা এই দিনটিকে বিজয়ের প্রতীক হিসেবে স্মরণ করছি।”

বিজয় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন— মাগুরা জেলা বিএনপি'র আহবায়ক আলী আহমেদ,  মাগুরা জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক খাঁন হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান খাঁন পিকুল, মাগুরা জেলা বিএনপি'র সদস্য এ্যাডভোকেট আব্দুর রশিদ, আশরাফুল আলম জোয়ার্দার, বদরুল আলম হিরো,খন্দকার আব্বাস উদ্দিন। 

বিজয় মিছিল আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সামসুল আলম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান আবু, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, 

উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মেহেদি হাসান মুকুল, সদস্য সচিব কে এম রোমানুর রহমান বিপ্লব, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম সুজন, সাবেক যুগ্ম-আহবায়ক খন্দকার সাহেব আলী, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম রেজা,  সদস্য সচিব সাঈদ লস্কর, তাঁতীদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,  

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সজিব খান টুকু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান অন্তর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এনায়েত আলী মোল্লা, সদস্য সচিব হেমায়েত আলী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিংকু প্রমুখ সহ বিএনপি, তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়  র‌্যালিতে।



সর্ব আয়োজনে দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।




Post a Comment

0Comments

Post a Comment (0)