নেত্রকোনায় পাহাড়ি ঢল ও বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Khoborbartanews
By -
0

 


নেত্রকোনা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের ফলে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সীমান্তবর্তী ও নদীর তীরবর্তী এলাকাগুলোর কিছু নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।


সোমেশ্বরী, উব্দাখালী, গণেশ্বরী ও কংশসহ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হলেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


এদিকে আগাম রোপা আমনের বেশ কিছু বীজতলা তলিয়ে গেছে ঢলের পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে, পানি দু’একদিনের বেশি স্থায়ী না হলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে আবার নতুন করে পানি বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে বীজতলা ও কৃষকের পরিশ্রম।


জেলা কৃষি অফিসার জানান, “বৃষ্টিপাত কমে গেলে এবং নতুন করে ঢল না এলে দুই-এক দিনের মধ্যেই পানি নেমে যাবে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।”


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, “জেলার কোথাও এখনো বন্যার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”


বর্তমানে জেলার জনজীবনে বড় ধরনের কোনো দুর্ভোগ তৈরি না হলেও প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক রয়েছে।





Post a Comment

0Comments

Post a Comment (0)