সাতক্ষীরা :
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের অবদান স্মরণে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই গর্বিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফরহিম সিদ্দিক কমল, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন এবং জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা জিল্লুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এই ইতিহাস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে। একইসঙ্গে বৈষম্যহীন, সাম্যভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।