গাংনী (মেহেরপুর) :
এক মাসের ব্যবধানে ফের গাংনী থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধ ডাকাতদল গণডাকাতির ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির কাছে হারেজ মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, সাত থেকে আটজনের একটি মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রসহ রাস্তায় হঠাৎ বাধা দিয়ে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সুযোগ বুঝে তারা প্রায় ২০ থেকে ২৫ জন পথচারীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ আনুষঙ্গিক মূল্যবান সামগ্রী লুটে নেয়।
ডাকাতরা মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো ঘটনা সম্পন্ন করে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীদের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া এলাকায় বলে জানা গেছে। এই ঘটনায় প্রায় ৮০ হাজার টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি এটিকে একটি ‘পূর্বপরিকল্পিত ডাকাতি’ উল্লেখ করে জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এদিকে, থানা থেকে এত কাছে বারবার ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাস আগেও একই স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল। এরপর পুড়াপাড়া-জুগিন্দা সড়কে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। একের পর এক এসব ঘটনায় আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশি টহল জোরদার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।