সাদাপাথর রক্ষায় কঠোর অবস্থানে জেলা প্রশাসক: ‘পাথর পাচারে জড়িতদের কারাদণ্ড দেওয়া হবে।

Khoborbartanews
By -
0



সিলেট, ২৩ আগস্ট:

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর-এ পাথর পাচার ও অবৈধ উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। শুক্রবার (২২ আগস্ট) সাদাপাথর এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, "যার কাছে পাথর পাওয়া যাবে, স্ট্রেইট বলে দিচ্ছি তাকেই কারাদণ্ড বরণ করতে হবে।"


ডিসি সারওয়ার আলম জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের স্বেচ্ছায় পাথর ফেরত দেওয়ার জন্য কয়েক ঘণ্টার সময় দেওয়া হবে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, "পুরো সাদাপাথর এলাকা সিসিটিভির আওতায় আনা হবে এবং ২৪ ঘণ্টা প্রশাসনের সরাসরি নজরদারিতে থাকবে।"


তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এখান থেকে অপরাধ করে কেউ পার পাবে না। যারা লুটপাট করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। এখান থেকে আর একটি পাথরও কেউ সরাতে পারবে না।"


প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সমর্থনের কথা উল্লেখ করে ডিসি বলেন, “এখানকার ৯৫ শতাংশ মানুষ চায় এই সম্পদ সংরক্ষিত থাকুক। অল্প কিছু মানুষ হয়তো ফায়দা লুটতে চাইবে, কিন্তু তাদের আমরা কোনো সুযোগ দেব না। প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ রক্ষায় যা কিছু করা দরকার, প্রশাসন তা-ই করবে।”


বৈধ বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস


সাদাপাথর এলাকায় বন্ধ থাকা ক্রাশিং মেশিন প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, “আমরা যেগুলো বন্ধ করেছি, সেগুলো বৈধভাবে চালু করার ব্যবস্থা করব। কারণ, ক্রাশিং মেশিন বন্ধ থাকলে বৈধ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। আমরা পরিবেশ ও পর্যটন রক্ষা করব, আবার বৈধ ব্যবসায়িক কার্যক্রম সচল রাখারও চেষ্টা করব।”


জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)