বরিশালে শিশুশ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা শীর্ষক কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Khoborbartanews
By -
0

 


বরিশাল, ২৩ আগস্ট:
বরিশালে শিশু শ্রম নিরসনে তরুণদের কার্যকর ভূমিকা নিয়ে একটি বিশেষ কর্মশালা ও দুস্থ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, "বর্তমানে দেশে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমে জড়িত, যার মধ্যে সাড়ে ৫ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। আমাদের লক্ষ্য বরিশালকে দেশের তৃতীয় শিশু শ্রমমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা।"



তিনি আরও জানান, “২০০১ সালে বাংলাদেশ সরকার আইএলও কনভেনশন ১৮২ অনুস্বাক্ষর করেছে এবং সরকার ঝুঁকিপূর্ণ ৪৩টি কাজের তালিকা প্রকাশ করেছে যাতে কোনো শিশু এসব কাজে নিয়োজিত না হয়। আমরা চাই, শিশুরা স্কুলে ফিরে যাক, বই-খাতা নিয়ে পড়াশোনায় মন দিক।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন এবং বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।


অনুষ্ঠানের শুরুতে "শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা" শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা শিশু শ্রম রোধে তরুণ সমাজ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে মতামত প্রদান করেন।



সফিকুজ্জামান তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তরুণরা যদি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে প্রভাব ফেলতে পারে এবং অন্তত একজন শিশুর দায়িত্ব নেয়, তাহলেই বড় পরিবর্তন আসবে।”


এসময় মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ মানবতাবাদী লুসি হল্টকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানের শেষ পর্বে ৫৭ জন দুস্থ শ্রমিকের মাঝে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


এই আয়োজন বরিশালে শিশুশ্রম রোধে নতুন আশার আলো জ্বালাবে বলেই আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


Post a Comment

0Comments

Post a Comment (0)