নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের নবঘোষিত হল কমিটির প্রতিবাদে বিক্ষোভ করেছেন এবং হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি হল এলাকা প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন– ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’।
বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ আরও কয়েকটি হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছাত্রীরা হল গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে আসেন এবং বিক্ষোভে যোগ দেন।
রোকেয়া হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলভিত্তিক ছাত্ররাজনীতি দীর্ঘদিন ধরেই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন এবং পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করছে। তারা ছাত্রদলের নবঘোষিত কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানান।
হুঁশিয়ারি ও প্রতিক্রিয়া
শিক্ষার্থীরা হল প্রশাসনকে হুঁশিয়ারি দেন, যদি রাত সাড়ে ১২টার মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে মিছিলে যোগ দেন।
আন্দোলনের প্রেক্ষাপট
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন, রাজনৈতিক কমিটির সদস্যদের কারণে হলে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ে।
এ বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভ হলে রাজনীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, তারা একটি নিরাপদ, নিরপেক্ষ এবং শিক্ষাবান্ধব পরিবেশ চান— যেখানে রাজনীতি নয়, পড়াশোনাই হবে মূল বিষয়।