ঢাবি ছাত্রদলের হল কমিটিতে বিতর্কিত নাম, ৬ জনকে বহিষ্কার

Khoborbartanews
By -
0

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত হল কমিটিতে বিতর্কিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তির অভিযোগে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯৩ সদস্যবিশিষ্ট বিভিন্ন হল কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু নেতাকর্মী এই কমিটিতে স্থান পেয়েছেন।

বিতর্কের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রমাণিত তথ্য গোপনের অভিযোগে ছয় নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কৃতরা হলেন—

  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত
  • একই হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ
  • শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ
  • হাজী মুহাম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম
  • একই হলের আরেক সদস্য এন এস সায়মন

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপনের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংগঠনটির নেতারা জানান, ঢাবি ছাত্রদলকে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ভবিষ্যতেও এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।




Post a Comment

0Comments

Post a Comment (0)