ফটিকছড়িতে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির দাবিতে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ সমাবেশ

Khoborbartanews
By -
0


 

ফটিকছড়ি (চট্টগ্রাম), ২৭ সেপ্টেম্বর:


জুলাই জাতীয় সনদ-২০২৫ এর বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে ফটিকছড়িতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।


শুক্রবার বিকেলে ফটিকছড়ি সদরের বিবিরহাট বাসস্টেশন মুক্তিযোদ্ধা চত্বরে খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। এখনও জুলাই জাতীয় সনদের ঘোষণা না দিয়ে বরং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে গান-নাচের শিক্ষক নিয়োগ দিয়ে জনগণের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি করেছে।"


বক্তারা অবিলম্বে জাতীয় সনদ বাস্তবায়ন, নিরপেক্ষ নির্বাচন এবং ফ্যাসিবাদী অপশক্তির বিচারের কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান।


সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা জালাল উদ্দীন মাছুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ও ফটিকছড়ি-২ আসনের প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

অন্যদিকে, একই দিনে বিকেলে উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি পথসভা আয়োজন করে। সেখানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (Proportional Representation) পদ্ধতির প্রবর্তনের দাবি জানিয়ে বলেন, “বর্তমান প্রথম-গত-পোস্ট (FPTP) পদ্ধতিতে একদলীয় আধিপত্য তৈরি হয়, যা গণতন্ত্রের অন্তরায়। পিআর পদ্ধতিতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, ফলে সংসদে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়।”


পথসভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা শওকত আলী আজমী এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানী। বক্তব্য দেন উত্তর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


দুইটি পৃথক কর্মসূচিতেই বক্তারা দেশের রাজনৈতিক সংকট সমাধানে অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


Post a Comment

0Comments

Post a Comment (0)