একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ, অক্টোবরে ঘোষণা হতে পারে প্রার্থীতালিকা
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা হয়েছে। এই পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি তাদের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্ত করার কার্যক্রমে গতি এনেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশিরভাগ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অক্টোবরের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চায় দলটি।
গত মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মিত্র দলগুলোর জন্য আসন ছাড়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
দলটির নেতারা জানান, বেশ কিছু আসনে ইতোমধ্যে জরিপের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক টিমের মাধ্যমে সংগ্রহ করা তথ্যও হাইকমান্ডের কাছে রয়েছে। এই দুই উৎসের তথ্য সমন্বয় করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। সূত্র জানায়, ১৫০টির মতো আসনে প্রার্থী নিয়ে বিশেষ কোনো জটিলতা নেই এবং এসব আসনে প্রার্থীদের নাম প্রায় নির্ধারিত।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, "গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, সততা ও জনপ্রিয়তায় যারা এগিয়ে – তাদেরকেই প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। এবার প্রার্থী তালিকায় কিছু চমক থাকতে পারে। বিশেষ করে তরুণ, ক্লিন ইমেজধারী এবং মেধাবী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। এরপর গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে একক প্রার্থী ঘোষণা করা হবে।"
জাতীয় রাজনীতিতে বিরোধী শক্তি হিসেবে বিএনপি যে আরও সক্রিয় ও সংগঠিত হচ্ছে, সাম্প্রতিক কর্মতৎপরতা সেটিরই ইঙ্গিত দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা ও উৎসুক দৃষ্টি।
তথ্য সূত্র : যুগান্তর