নেপালের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

Khoborbartanews
By -
0


 

খবর বার্তা :

নেপালের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামাল ভূঁইয়ারা পৌঁছেছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন। সরকারের সহযোগিতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস মিলিতভাবে তাদের নিরাপদে ফেরার ব্যবস্থা করে।


গত ৯ সেপ্টেম্বর নেপালে ছাত্র-জনতার আন্দোলনের জেরে সরকারের পতন ঘটে। এর ফলে হঠাৎ স্থবির হয়ে পড়ে দেশটির বিমান যোগাযোগ ব্যবস্থা। প্রায় দেড় দিন ধরে বন্ধ ছিল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সন্ধ্যায় ফ্লাইট চলাচল শুরু হলে, দ্রুতই জামাল ভূঁইয়াদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়া হয়।


দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচটি (৯ সেপ্টেম্বর) আন্দোলনের কারণে বাতিল হয়। নির্ধারিত তারিখে দেশে ফেরার পরিকল্পনাও বাতিল করতে হয় বিমান চলাচল বন্ধ থাকায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় খেলোয়াড়দের।


৮ সেপ্টেম্বর থেকে কাঠমান্ডুতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দমন করতে কর্তৃপক্ষ কারফিউ জারি করে, বাতিল হয় অনুশীলন, স্থগিত হয় ম্যাচও। এমনকি দলের অবস্থান করা হোটেলের পাশেই বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়, যা ফুটবলারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে টিম হোটেলে নিরাপত্তা জোরদার করা হয় এবং খেলোয়াড়রা মানসিকভাবে চাঙা থাকতে হোটেলের জিমে অনুশীলন চালিয়ে যান।


বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, খেলোয়াড় ও সাংবাদিকদের নিরাপদে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অবশেষে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার পথ সুগম হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)