উখিয়ায় সীমান্তের খাল থেকে এসএলআর ও গুলি উদ্ধার, বিজিবির সফল অভিযান

Khoborbartanews
By -
0

 


নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকার একটি খাল থেকে আধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ৩৪ বিজিবির একটি টহল দল এ অভিযান চালিয়ে একটি এসএলআর (সেলফ লোডিং রাইফেল) এবং ১৩ রাউন্ড গুলি (ম্যাগাজিনসহ) উদ্ধার করে।


৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম সাংবাদিকদের জানান, উখিয়ার ঘুমধুম বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৩১–এর নিকটবর্তী শূন্যরেখার কাছ দিয়ে বয়ে যাওয়া এক খালে মাছ ধরতে যান স্থানীয় এক জেলে। এসময় তিনি খালের পানির নিচে সন্দেহজনক বস্তু দেখতে পান, যা পরে অস্ত্র ও গুলি বলে নিশ্চিত হয়।



জেলে বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানালে, বিজিবির একটি টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং একটি এসএলআর রাইফেল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


অধিনায়ক আরও জানান, “সীমান্ত এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র চক্র দমনে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


স্থানীয়রা বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তে নিয়মিত নজরদারির মাধ্যমে এলাকায় নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।



Post a Comment

0Comments

Post a Comment (0)