ঢাকা, ১৭ আগস্ট: রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মীর হোসেন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালিতেও ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পেট্রোল পাম্পটির ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেন প্রায় ২০ বছর ধরে ইউরেকা পেট্রোল পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তার বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেছেন।
এই ঘটনায় পাম্পটির অন্যান্য কর্মচারী ও আশপাশের এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্তের মাধ্যমে কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।