শুভ জন্মাষ্টমী আজ: ন্যায়, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি

Khoborbartanews
By -
0


নিজস্ব প্রতিবেদক : ১৬ আগস্ট:

অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অবতার হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সেই মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ, শনিবার (১৬ আগস্ট)। দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ‘শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী’ হিসেবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।


সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, যখন পাশবিক শক্তি ন্যায়, সত্য ও সৌন্দর্যকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও শুভশক্তির সুরক্ষায় শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। আজকের দিনে তার সেই শিক্ষা ও আদর্শ স্মরণ করে দেশজুড়ে আয়োজিত হচ্ছে নানা ধর্মীয় অনুষ্ঠান, পূজা, শোভাযাত্রা এবং প্রার্থনা।


এ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, “সমাজে সাম্য, মানবতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীকৃষ্ণ আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তার আদর্শ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবপ্রেম জাগিয়ে তোলে।”


তিনি আরও বলেন, “আমাদের সমাজে চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিরাজমান। শ্রীকৃষ্ণের শিক্ষা এ বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সবার সম্মিলিত প্রয়াসে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।”


এদিকে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠান চলছে। সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ‘শ্রী শ্রী গীতাযজ্ঞ’ যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক পলাশী মোড় থেকে শুরু হয় কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা।


শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।


রাতের আয়োজনে থাকবে শ্রীকৃষ্ণ পূজা, নামকীর্তন ও ধর্মীয় আলোচনা। রাজধানী ছাড়াও দেশজুড়ে বিভিন্ন মন্দির, মঠ ও ঘরে ঘরে এই শুভ দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।


শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তার অহিংসা, মানবপ্রেম ও ন্যায়ের বার্তা প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ুক—এমনটাই কামনা সবার।



Post a Comment

0Comments

Post a Comment (0)