জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা: “এই দেশ সবার”—সেনাপ্রধান

Khoborbartanews
By -
0

 


নিজস্ব প্রতিবেদক, ১৬ আগস্ট:
“এই দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের। বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না”— এমন প্রত্যয় ব্যক্ত করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা সবাই মিলেই এই দেশের নাগরিক। সবার অধিকার সমান, সম্মানও সমান। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের জাতিগত ঐতিহ্য—আমরা তা আগামীতেও বজায় রাখব।”


শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিন বাহিনীর প্রধানগণ একত্রিত হয়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এই শুভ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, “শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি, সব জাতিগোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের পরিচয়। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—এই সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখব, এবং একসাথে সুন্দর আগামীর পথে এগিয়ে যাব।”



অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ কেবল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায় না, বরং আমাদের ন্যায়ের পথে চলার প্রেরণাও জোগায়। স্বাধীনতা রক্ষা করা শুধু সেনাবাহিনীর নয়—এটা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।”


নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “পারস্পরিক সহনশীলতা ও বিশ্বাসের মধ্য দিয়েই আমরা আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলতে পারি। আসুন, শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায় ও আলোর বার্তা ছড়িয়ে দিই।”


শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড় হয়ে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। হাজারো ভক্ত-অনুসারী, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ জন্মাষ্টমীর এই অনুষ্ঠানকে এক অনন্য সম্প্রীতির উৎসবে পরিণত করেছে।



Post a Comment

0Comments

Post a Comment (0)