শ্রীপুরে মহিলা দলের বিশাল সমাবেশে নেওয়াজ হালিমা আরলী: “৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে”

Khoborbartanews
By -
0


 

মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় ৬নং কাদিরপাড়া ও ৮নং নাকোল ইউনিয়ন মহিলা দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কাদিরপাড়া ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি সায়েরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।




প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, “তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের উপর বারবার জুলুম চালালেও আমাদের আদর্শচ্যুত করতে পারেনি। বিএনপির নেতাকর্মীদের জীবনের একটি বড় সময় কেটেছে আদালতের বারান্দায়। কিন্তু আমাদের হার মানার সময় নয়—আগামীতে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে আমাদের কাজ করে যেতে হবে।”

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।




এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল, মহিলা দলের নেত্রী সালেহা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুলসুম খাতুন।

আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক কে এম রোমানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মঈনুল ইসলাম সুজন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Post a Comment

0Comments

Post a Comment (0)