শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত সূচনা বাংলাদেশের

Khoborbartanews
By -
0

 


দুবাই, ২০ সেপ্টেম্বর: এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোর পর্বে দারুণ সূচনা করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লড়াকু এক জয়ে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছে লিটন দাসের দল।


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৮ রান। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রাখেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা, তিনি অপরাজিত থাকেন ৬৩ রানে।


জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই জ্বলে ওঠেন টাইগার ওপেনার সাইফ হাসান। মাত্র ৪৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ পায় দারুণ শুরু। এরপর মিডল অর্ডারে তাওহীদ হৃদয় দেখান তাঁর দক্ষতা, ৩৭ বলে ৫৮ রানে দলকে এগিয়ে নেন জয়ের পথে।


তবে ম্যাচের নাটকীয় মুহূর্ত আসে শেষ ওভারে। তখন বাংলাদেশের দরকার মাত্র কয়েক রান। প্রথম বলেই চার হাঁকান জাকের আলী, মনে হচ্ছিল সহজ জয় আসছে। কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপর শেখ মাহেদিও ফিরলে তৈরি হয় নতুন দুঃশ্চিন্তা। ২০১৬ সালের বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে হওয়া হৃদয়বিদারক হারের স্মৃতি যেন ফিরে আসছিল। তবে শেষ পর্যন্ত নাসুম আহমেদের ঠাণ্ডা মাথার এক রানেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।


১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ। এই জয়ে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা।


সুপার ফোরের শুরুতেই এমন জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসে লেগেছে জয়ের ছোঁয়া। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় নিয়ে দ্বিতীয় স্থান থেকে সুপার ফোরে উঠেছিল টাইগাররা। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেখিয়ে দিল, এশিয়া কাপের শিরোপা জয়ের দৌড়ে তারাও সমানভাবে দাবিদার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৬৮/৭ (২০ ওভারে)
দাসুন শানাকা ৬৩*, মেন্ডিস ৩৪; রিশাদ হোসেন ২/৩২

বাংলাদেশ: ১৬৯/৬ (১৯.৫ ওভারে)
সাইফ হাসান ৬১, তাওহীদ হৃদয় ৫৮; তিকশানা ২/২৪

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান


Post a Comment

0Comments

Post a Comment (0)