গাজীপুর:
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপি'র উপ-কমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একই মামলায় রাজধানী থেকে আল-আমিনকে এবং সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ডিসি রবিউল হাসান বলেন, “গ্রেপ্তার চারজনই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
প্রসঙ্গত, সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন স্থানীয়ভাবে একজন সৎ ও নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি কয়েকটি স্পর্শকাতর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন বলে জানিয়েছে তার সহকর্মীরা। এই হত্যাকাণ্ড ঘিরে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।