খুলনায় সাবেক চরমপন্থী নেতা শাহাদাত হোসেন সন্ত্রাসী হামলায় নিহত

Khoborbartanews
By -
0

 

প্রতিকী ছবি


খুলনা: খুলনা মহানগরীর সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ার দোকানের সামনে সন্ত্রাসীদের হামলায় শেখ শাহাদাত হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শাহাদাত হোসেন এক সময় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে বোমা হামলা ও পুলিশ হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল। তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ কারাগারে থাকার পর সাত মাস আগে জামিনে মুক্তি পান এবং এরপর ভাঙারি ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শাহাদাত হোসেনকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ধাওয়া করে। আত্মরক্ষায় তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে থাকা একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বশত্রুতাজনিত পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, কারাগার থেকে মুক্তির পর তিনি চরমপন্থী কর্মকাণ্ডের সঙ্গে আর জড়িত ছিলেন না এবং শান্তিপূর্ণভাবে জীবন যাপন করছিলেন।

খুলনা মহানগরীতে এমন একটি ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।




Post a Comment

0Comments

Post a Comment (0)