নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই ৭ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা রুহুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত শিশুটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুলাই রাতের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলা চালায়। তখন বাড়িতে সাইফুলের স্ত্রী শাহেদা বেগম তাদের ১১ বছর বয়সী মেয়ে ও ৭ বছর বয়সী ছেলেকে নিয়ে অবস্থান করছিলেন।
অপহরণকারীরা ঘরের টিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু পুত্রকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন তারা শিশুটির মাকে ফোন করে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শাহেদা বেগম বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার পুলিশকে অবহিত করেন।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের তাৎক্ষণিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা ও কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক অভিযানিক দল উদ্ধার কার্যক্রম শুরু করে।
শুক্রবার (১ আগস্ট) পুলিশ বাহিনীর অভিযানিক দল দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দলের একজন সদস্যকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।