খুলনায় ছাত্রশিবিরের র‌্যালি: '৩৬ জুলাই গণঅভ্যুত্থান' দিবস উদযাপন

Khoborbartanews
By -
0


খুলনা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগরের উদ্যোগে '৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।


‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’—এই প্রতিপাদ্যে আয়োজিত র‌্যালিটি বিকেল ৪টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. আরাফাত হোসেন মিলন।

সভাপতির বক্তব্য:

সভাপতির বক্তব্যে আরাফাত হোসেন মিলন বলেন,

“২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট দেশের ছাত্রসমাজ একটি ঐতিহাসিক জাগরণের সাক্ষী হয়েছিল। রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্যেও আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যায়নি। হত্যা, গুম, নির্যাতন—সবকিছুর মাঝেও এ আন্দোলন তার গতি থামায়নি। দেশের ইতিহাসে এটি একটি অনিবার্য অধ্যায়।”

সেক্রেটারির বক্তব্য:

মহানগর শাখার সেক্রেটারি রাকিব হাসান বলেন,

“জুলাই আন্দোলন ছিলো সর্বস্তরের মুক্তিকামী ছাত্র ও জনগণের একতাবদ্ধ প্রতিবাদ। ‘জুলাই ঘোষণাপত্র’ কোনো ব্যক্তি বা দলের নয়; এটি জাতির, ছাত্রসমাজের। এই ঘোষণায় শহীদদের যথাযথ স্বীকৃতি দিতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দ:

সমাবেশে আরও উপস্থিত ছিলেন:

  • অফিস সম্পাদক: ইসরাফিল হোসেন
  • বায়তুলমাল সম্পাদক: আসিফ বিল্লাহ
  • প্রচার সম্পাদক: এস এম বেলাল হোসেন
  • সাহিত্য সম্পাদক: আহমাদ সালেহীন
  • এইচআরডি সম্পাদক: কামরুল হাসান
    এছাড়া মহানগর শিবিরের অন্যান্য নেতাকর্মীরাও র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ‘৩৬ জুলাই’র স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে এবং ছাত্র-জনতার ঐক্যকে আরও সুসংগঠিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)