খুলনায় স্ত্রীর প্রাক্তন স্বামীর দ্বারা ভ্যানচালক হত্যা

Khoborbartanews
By -
0

 


নিজস্ব প্রতিবেদক :

খুলনায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে তার স্ত্রীর প্রাক্তন স্বামী কুপিয়ে হত্যা করেছে। শনিবার (২ আগস্ট) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন কাওসার শিকদারের পুত্র। এই বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আল আমিনের স্ত্রীর পূর্বের স্বামী ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।নিহতের শ্যালক মো. রবিউল ইসলাম জানান, 'আল-আমিনকে কুপিয়ে হত্যার পর আমার বোন রিপা তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত (ব্রড ডেড) ঘোষণা করেন। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)